তারপর হঠাৎ তুমি এলে,
মনে হলো,
শান্ত নদীর বুকে আবার এলো গতি
সমুদ্রের বুকে প্রলয়ংকরী ঝড়।
অতিবর্ষণে সুশীতল মরুপতি ।


এখন তুমি কর সরকারী চাকুরী
আমিও করি ওরকম কিছু একটা ।
অনেক অনেক বিনিদ্র রাতের পর,
আবার পেলাম হঠাৎ তোমার দেখা।


এখন তোমার নিজেরও আছে সংসার,
এখন আমারো স্ত্রী ,ছেলে, মেয়ে।
জানিনা তুমি ভুলে গেছো কিনা,
একটা সুখী সংসার কাছে পেয়ে।


এখনো আমি মনে রেখেছি তোমায়
দেবীর মতো আমার মনের কোণে,
আবার পেলাম হঠাৎ তোমার দেখা
অশ্রু কেনো তোমার চোখের কোণে?


হারিয়ে তো আমি কখনো যাইনি
কিংবা কোনো কষ্টও আমি দেইনি।
দু:খ পেয়েও ভুলে গিয়েছি
মনে রাখিনি ভুলেছি তখনি।


এখনো তুমি আমার ভালোবাসা
এখনো তুমি আমার অনুপ্রেরণা।
এখনো তুমি কাজল পড়া কিশোরী
আমার ভালোবাসার নাম রহিমা।


এখনো তুমি আমার স্বপ্নে আসো
তোমায় দেখে আমার ভাঙে ঘুম।
এখন আমি মাঝবয়সি লোক,
আপিসের কাজে দিন কাটে হরদম।


যখন আমি হঠাৎ একা থাকি
অবসর পাই যখন কিছুসময়।
তুমি মানে বিরাট শূন্যতা
হাহাকার নিয়ে চলি সবসময়।


৮৯ তে যখন হলো শুরু
তোমার আমার সাদাকালো প্রেম।
তখন কি আর কেউ কি ভেবেছিলাম
ব্যর্থ হয়েও অমর আমার প্রেম।


মাঝে মাঝে ভাবি লিখব একটা কবিতা
মাঝে মাঝে ভাবি গাইবো একটা গান।
তোমায় নিয়ে লিখবো সেই কবিতা
তোমার সুরে গাইবো সেই গান।


ফিরে এসে আবার চলে গেলে
শহর থেকে তোমার শহরে
প্রথম প্রেমের কষ্ট সব ভুলে
ঝলমলে দিন আবার গেল হারিয়ে।