তাছাড়া মনটাও খুব খারাপ
বেছে বেছে মুভি দেখি, যাচ্ছেতাই ঘুমোই
আপিসে চুপচাপ বসে থাকি ,
চুপি চুপি পেইন্ট বোর্ডে ছবি আঁকি
দুপুর দেড়টায় অফিস ক্যান্টিনে খাই
যেখানে ভাত তরকারী, ডাল ছাড়া আর কিছু নাই ।
কিচ্ছু ভালো লাগে না আমার


একাকিত্ব, নিঃসঙ্গতা আমাকে ক্রমে ক্রমেই গ্রাস করছে
ধীরে ধীরে বুড়ো হওয়ার প্রবণতা কাজ করছে ।


এখন এ শহরে থাকছি, খাচ্ছি, দাচ্ছি
মাঝরাতে লোডশেডিংএ আলো চাচ্ছি ।
এ শহর আমায় নির্ভেজাল ভালোবাসা দিচ্ছে
একাকিত্ব, নিঃসঙ্গতা সব ভাগাভাগী করে নিচ্ছে ।
এই শহরের রাস্তায় এখনো বেলাবোস হেটেঁ যায়
গভীর রাতে অন্ধকারে কালো মেয়েটা পাশে দাড়ায় ।
এই শহরের কংক্রীটে মিশে আছে সকলের কিছু কান্না
এই শহর ভুলিয়ে দেয় আমাদের সব চিন্তা ভাবনা ।


এ শহরে বন্ধু-বান্ধব অনেকেই আছে
পরিচিত আর পরিচিতজন অনেকেই আছে
তারপর ও এ শহরে আমি খুব একা একা থাকি
হুতুম পেঁচার মতো একা একা আঁধার গায়ে মাখি
দিনশেষে শহরটাকে খুব ভালোবাসি।
রাতশেষের শহরটাকে খুব ভালোবাসি।
তাই শেষরাতে স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়।
অবসরে হঠাৎ করে ভীষন ভয় হয়,
যদি শহরটা
আমার কাছ থেকে দূরে সরে যায়
যদি শহরটা চলে যায় দূর অজানায়।


এই শহরের রাস্তায়, ফাঁকা ফুটপাতে
ঘুমিয়ে থাকে ক্লান্ত পথিক একা বাইপাসে
ঘুমিয়ে থাকে গেটের পাশে গেটের দাড়োয়ান
এখানে ওখানে থাকে পড়ে থাকে এইজ থার্টি ওয়ান ।


এই শহর আমার নিজের শহর, তাই ছুটে ছুটে কাছে আসি
আমার শহর, আমার রাজশাহী, আমি ভীষণ ভালোবাসি।