সে বারের সেই কাল বোশেখিটা,
মনে পড়ছে...
সে বারের সেই আলোক ছটা।
ইতিহাস থেকে আছড়ে পড়া
কিছু বজ্রপাতে পুড়ে যাওয়ার ভয় ।


সব কিছু উপেক্ষা করে,
কোনো এক শান্ত নদী তীরে,
বসে ছিলাম বেলাভূমি
কিংবা বালির উপরে।


গলায় মাদুলি,
হাতে আধুলি
নিয়ে মন ছিলো অন্য কোনো পাড়ে।


কোলাহল শেষে নিরবতা,
তাকে সঙ্গী করেই ছুটে চলেছিলাম অতীত থেকে ভবিষ্যতের পথে।


হাতের মুঠোতে আবদ্ধ আধুলি গুলো ছুঁটে পালিয়েছিলো
অদ্য প্রস্যূত কিছু কল্পনার সাথে।


খুব খারাপ লেগেছিল আমার,
অশ্রু গিয়ে মিশেছিল জলে।
টলমল জল তখন অশ্রুমিশ্রিত।


এই ক্ষুদ্র ক্ষুদ্র অনুভূতিগুলো
অতীত থেকে বর্তমানের পথে
কখনো কখনো পা বাড়ায়।
সিক্ত হয় চোখ,চোখ দুটো আধুলিহীন শূন্য হাতের দিকে তাকায়।


কখনো মনে পড়ে যায়।
কখনো পড়ে না।
মনের দরজায় কড়া নেড়ে যায়।
পাঁজরে পাঁচিলে বসা শালিক উড়ে যায় অশ্বথ অভিমুখে।


ক্লান্ত এই প্রাণ,নিয়ে দেহ মন।
বিচরন করতে চায় সেই নদী তীরে।


সেই নদীপথে আজো ঘুম পাড়ানী মাসি পিসীরা দল বেঁধে যায়।
আমার নির্ঘুম আঁখিযুগল
নির্বুদ্ধিতায় হারিয়ে ফেলা
আধুলিগুলো খুঁজে ফিরে।