এখানে সামন্ততন্ত্রের বিরুদ্ধে আলোচনা নেই
হিটলার কিংবা মুসোলিনির বিরোধিতা
করবার প্রয়োজন নেই।
শান্ত হবার কোনো সিদ্ধান্ত ও এখানে আরোপ করা হয়না।
এখানে পুঁজিবাদী শক্তির বিরুদ্ধে লোক দেখানো মানববন্ধনের আয়োজন নেই।
এখানে আরব বসন্ত বা আমেরিক্যান বসন্ত নিয়েও কোনো মাথাব্যথা নেই।


এখানে শুধু মুকুলের গন্ধ।
এখানে আছে শীতার্ত অতীত বুকে নিয়ে খাঁ খাঁ খেজুর গাছ।
এখানে দেখি অনুকূল সময়ের সচলায়তনে জংলী ফুলেদের বেড়ে ওঠা।
এখানেই চলে সুন্দরী গাছের আরো সুন্দর হবার গোপন প্রস্তুতি।
এখানে প্রতিযোগিতা নেই ভালো কিংবা মন্দের।
এখানেই চলমান চুপিসারে গাছের নিচে পড়ে থাকা পাতাদের ধীরে ধীরে আবার গাছ হবার স্বপ্ন দেখা।
এখানে রাজত্ব পাখিদের, ফুলেদের।
এখানে দাসত্ব ভ্রমরের এবং মৌমাছির।  


এখানে
এক গোছা কদম হাতে নিয়ে
প্রিয়ার সম্মুখে দাঁড়িয়ে তার কপোলে
চুমো খাবার প্রশ্রয়।
এখানেই সৃষ্টি হয় তার ঠোঁট বরাবর
দীর্ঘশ্বাস ফেলে নিরবতাকে উদযাপন করবার সময় ।
যদিও জানি সময়ের সৃষ্টি বা ধবংস নেই।
কিন্তু এখানেই উপস্থিত সেই সময়।
যে সময়ের আঁধার, যে রাতের আবছা জ্যোসনা
সত্যিকারের অন্ধকারকে ভুলিয়ে দেয়।
যে রাতে রাখাল আপন মনে রাখালিয়া বাঁশি বাজায়।
উদাস হয়ে যায় সাদা কালো যুগে পড়ে থাকা কোনো পুরনো প্রিয়ার মন।
সেই রাতকে বসন্তের রাত বলে।