তোরা কার্ড খেলিতেছিস কষিয়া কষিয়া
আমি কি করিব বন্ধু বসিয়া
আজ ফাগুণও বেলা আমি একেলা
সুখেরও পাখি আজ দুখেরও দিনে
মোরে ধরা নাহি দেয়
মন উঝাটন, চোখে ঘোর নেশা
খালি পেটেই প্রেম পিপাসা
বকুল, পলাশ, কলি গাছে গাছে ফোটে
আমার মনে বসন্ত নাহি আসে
চাঁপা, করবী, জুই নাহি ডাকে
আজ বসন্ত বেলা ।।
ঝুম ঝুম ট্রেনে
তুমি কত কথা বল
হৃদয়ে আঁক ছবি আনমনে
বাসন্তী শাড়ির ফাঁকে,
তোমার ফর্সা পেটে
আল্পনা আঁকা
ছোট্ট করে একুশ আমার অহংকার
আলোহীন অমাবস্যা রাতে কপত কপতি
প্রেম প্রেম খেলে
আমি একা একা বসে
কোন খেলা খেলি
আজ বসন্ত বেলা আমি একেলা।
ঘুম নাহি আসে চোখে
তন্দ্রাচ্ছন্ন মাঝ রাত।
অনন্তের পথে চলা
রাত শেষে নিত্য অভিনয়ের আসর
মন্ত্রমুগ্ধের মত
কাজে ছুটে চলা
কুমারী বসের মন কেড়ে
উপরে ওঠার সিঁড়ি খোঁজার নেশা
সবি পরে আজ মনে।।
অজানা রহস্যকে খোঁজার নেশায়
জীবনের এ কোন নিস্তব্ধ ভ্রমণ
লজ্জাবতীর পাতার মত
নিজেকে গুটিয়ে রাখা
গ্রাম্য কৃষক রমণীর সিক্ত বসনে
একা ঘরে ফেরা
আজ তবু আমি একেলা।।
এ বসন্ত বেলা
সুখ নাহি আসে মনে।।