নাই নাই বিশ্ববিদ্যালয় আর
আগের মত নাই
ছাত্রে ছাত্রে বন্ধুত্ব নাই
পরস্পরের সহানুভূতি নাই
সাহায্য করার মানসিকতা নাই
শেখার কোন আগ্রহ নাই
গবেষণা করার সময় নাই।
নাই নাই বিশ্ববিদ্যালয় আর
আগের মত নাই।।


নাই নাই হাজী দানেশ আর
আগের মত নাই
শিক্ষকদের মধ্যে পেশাদারিত্ব নাই
শ্রদ্ধা করার মানসিকতা নাই
দেশের প্রতি ভালোবাসা নাই
সেবা করার ব্রত নাই
গ্রুপিং এর কোন শেষ নাই
পরের ভাল দেখে জ্বলে ছাই।।
নাই নাই বিশ্ববিদ্যালয় আর
আগের মত নাই।।


নাই নাই ছাত্র নেতারা আর
আগের মত নাই
ছাত্র অধিকারের বালাই নাই
হুন্ডার স্পিডে লাগাম নাই
চাটা চাটির অন্ত নাই
পয়সার লোভে চাকরির খোজে
ছোটাছুটির বিড়াম নাই।।
নাই নাই বিশ্ববিদ্যালয় আর
আগের মত নাই।।


নাই নাই ক্যাম্পাসটা আর
আগের মত নাই
কারোর মধ্যেই একতা নাই
বড় ছোটতে বিভেদ নাই
শ্রদ্ধা করার শিক্ষা নাই
স্নেহ ভালোবাসার ছিটে ফোটাও নাই
নাই নাই বিশ্ববিদ্যালয় আর
আগের মত নাই।।


নাই নাই বাশেরহাট আর
আগের মত নাই
চায়ের দোকানে সিরিয়াল নাই
দ্রব্য মূল্যের নিয়ন্ত্রন নাই
লজ্জা শরমের বালাই নাই
মেয়েদের বুকে ওড়না নাই
ছেলের চোখে পর্দা নাই
ইভ টিজিং এর ইয়ত্তা নাই
নাই নাই বিশ্ববিদ্যালয় আর
আগের মত নাই।।


নাই নাই রিসার্স ফিল্ড আর
আগের মত নাই
আগের মত গাছ নাই
ঝোপ নাই,  ঝাড় নাই
পাখি নাই, শিয়ালও নাই
নাই নাই বিশ্ববিদ্যালয় আর
আগের মত নাই।।


নাই নাই ফ্যাকাল্টিগুলা আর
আগের মত নাই
ছাত্র ছাত্রির হিসাব নাই
শিক্ষক নাই, ল্যাব নাই
ভাল ছাত্রের মূল্যায়ণ নাই
পরীক্ষার হলে গার্ড নাই
ব্যবহারিক জ্ঞানের বালাই নাই
নাই নাই বিশ্ববিদ্যালয় আর
আগের মত নাই।।


নাই নাই দেশটাই আর
আগের মত নাই
কথায় কথায় আদর্শের বুলি ছোড়া
লোকের অভাব নাই
বঙ্গবন্ধুর সৈনিকের হিসাব নাই
ভ্যানগার্ডের সংখ্যা সুপার কম্পিউটারের
মাথায়ও নাই।


আসলে


কারোর মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ নাই
বুলি আছে কাজ নাই
দিনে বিড়ি রাতে গাজ্ঞা
নেশা ছাড়া  উপায় নাই
নাই নাই দেশটা আর
আগের মত নাই।।


নাই নাই দেশে
বুদ্ধিজীবীর অভাব নাই
এক দল সাদা আর
একদল হলুদের জামাই
মাঝখানে থাকলেই বিপদ।
সুনাম করলে সাদা বলবে
তুই সরকারের দালাল।
আর দুর্ণাম করলে
হেলমেট বাহিনীর পেদানি
আর শ্বশুর বাড়ি
দ্যাটমিনস গরাদের জামাই আদর।।


তাই বলি বাপু
এটাই ভাল কোন কথা না বলে
বোবার মত, অন্ধের  মত
মটকা মেরে পড়ে থাক
খাবি দাবি আর কেউ কিছু বললে
বিজ্ঞের মত মাথা নাড়াবি
আর আল্লাহ, হরি জব করবি
সব্যে সত্বা সুখিতা ভুবনতো
জগতের সকল প্রাণী সুখী হোক।।