রাজাদের সাথে, ধনীদের সাথে নেই মোর সখ্যতা
মোর ভালোবাসা তোর জন্য ওরে ও গরীব চাষা ।
ওরে ও কুলি ওরে ও মজুর ওরে ও ঝাড়ুদার
আয় বুকে আয়, মুছে ফেলি সব শূন্যতা হাহাকার ।
তোদের রক্ত পানি করা শ্রমে হয়েছে যারা ধনী
তাদের দুয়ারে থুথু ফেলি করে তোর আঙ্গিনায় জলকেলি।


তোদেরই শস্য, তোদেরই মাটি, পানির দামে কিনে
তোদের দিয়ে বর্গা খাটায়, প্রাসাদ শয্যা নিয়ে ।
যত টাইটেল যত পদবি আগে পিছে লাগা তার
নামের শেষে হারামির খেতাব লিখে রাখ মহাকাল ।


পেটেতে তোর অন্ন যায়নি, যায়নি দুটা দানা
ক্ষেতের পানে ছুটছিস তুই চোখেতে দেখিস কানা ।
পানি দিয়ে, নিড়ানি দিয়ে সতেজ রাখিস চারা
সুদের ঋণে সার, বীজ কিনে মহাজনের হাতে ধরা ।
সোনালি ধানে মাঠ ভরে গেল, মুখে নাই তোর হাসি
ধানের বাজার বেজায় খারাপ, লাভের খাতায় ফাকি।  
একদিকে হায় ঋণের বোঝা, আর একদিকে পরিবার
বুকটা ফেটে মরুভূমি হলো, অশ্রু শূন্য ধর ।
থাক থাক থাক আর করিস না কাহিনি লম্বা তোর
দুজন মিলে গলাগলি করে কাঁদবো রাত ভোর ।
অট্টালিকার মানুষগুলো বুঝবেনা তোর ব্যথা
তোদের রক্ত দিয়ে তাদের বিছানা বালিশ ঠাসা ।