বিছানায় শুয়ে ভাবি মায়ের শত
ত্যাগ-তিতিক্ষা কেমনে শুধিব আজি
শীতের মাঝ রাতে লেপ টুকু খানিক ফাঁকা হলেই
চরম বাতাস ঢোকে।
জননী কষ্ট ঢেকে
মোর হাগু-মুতে শুয়ে ছিল সদা
রেখেছিলো মোরে বুকে।।
হাম, টাঈফয়েড, জ্বর না জানি হয়
মোড় মার পাতে পটলের সালুন
দিন রাত শোভা পায়।।
ছেলের আকীকা হবে
গোশত পোলাওয়ের মৌ মৌ ঘ্রাণে
সারা বাড়ি আজ সাঁজে।
দাদি বলিল “ঝি!”
ছেলেটার একটু টান টান ভাব
ফিরোজা খাবে কী?
কোলের ছেলের আকীকার দিনে
মা নুনে ভাত খায়
দুনিয়ার সব মায়ের খোঁদা যেন বেহেশত নসীব হয়।।
যদিও তুমি পতিতালয়ে বড় হও
মায়েরে কখনো দিয়না দুঃখ
রেখ শ্রদ্ধা ভয়
বাবা তোমার পায়েতে প্রণাম আজি
এক শার্টে তুমি করেছ অফিস
চোখেতে চশমা গাজি।
মানুষ লাঞ্চে গরু খাসি ভাত খায়
দু টাকার শিঙারা পুড়িতে
তোমার জীবন যায়।।
পরীক্ষারই ফরম ফিলাপ করতে লাগে
হাজার চারেক টাকা
রাত জেগে জেগে চিন্তা কর কেমনে যাবে বাঁচা
অফিসেরই বড় কর্তা যোগেন্দ্র বাবু নাম
বেতন অনেক পেলেও তার কিপ্টামীটাই কাম।।
সদা মুখে তার বিরক্তি ভাব
গলার আওয়াজ মেঘের অনুনাদ
জানিতে তুমি টাকা দিবে না সে
লজ্জা ভুলে নত তার কাছে।।
ছেলের পরীক্ষার টাকা যোগাড়ে
বাবার মাথা নত হয়
দুনিয়ার সকল বাবার খোঁদা যেন বেহেশত নসিব হয়।
সব শেষে হায় সবার প্রতি করি অনুনয়
বাবা মায়েরে রেখো মাথায় করে
অবাধ্যতায় জীবনের ক্ষয়।।