তুমি বিশ্ববিদ্যালয়ে চাকরি কর আমি এখানে ছাত্র
তবু ভালোবাসি তোমাকে
তুমি অন্য ধর্মের আমি কবি ভিন্ন গোত্রের
তোমার বয়স ত্রিশ আমি পা দেব একুশে
তবু ভালোবাসি তোমাকে
তুমি বিবাহিতা, তোমার স্বামী দামি সমাজে
তার কটি টাকা, তুমি থাক রাজ আদরে
আমি দরিদ্র, সদা থাকি অভাবে
তবু ভালবাসি তোমাকে  
তুমি গাড়িতে বেড়াও আমি পায়ে হাটি নগরে
তুমি আমাকে কল্পনা করনি জীবনে
আমি প্রতিদিন প্রতিক্ষণ ছবি আঁকি হৃদয়ে
তোমার দেহে আভিজাত্যের পোশাক
আমার খড়ি ওঠে ঘষাতে
তবু ভালোবাসি তোমাক
দামি পারফিউম মৃগ নাভির
সুঘ্রাণ ছরায় তোমার শরীরে
আমি অভাগা ঘামের গন্ধ কাপড়ে
তোমার টনটনে নাক পার্লারি চেহারা
দাঁতগুলো মুক্তাপাথরের মত ঝকঝকে
ভুরুগুলো সুন্দর করে প্লাক করা
আমার শুষ্ক চেহারা খোঁচা খোঁচা দাঁড়ি
পুরানো কাপরে দাগের ছড়াছড়ি
আমি অযোগ্য তোমার কাছে
তবুও ভালোবাসি তোমাকে