সখী তব প্রেমানলে জ্বলি ধুকি ধুকি
আমারও শূণ্য বাটী আঁধারও নিঘাত খাটি
রাত্রি দ্বিপ্রহরে জোনাকিরা খেলা করে
অমাবস্যা অন্ধকারে দ্বীপশিখা নাহি জ্বলে
বাঁকা চোখে তাকাইয়া কেন মোর ঘুম হরিলা।।
বাম বক্ষ কোণে হাহাকার প্রতিক্ষণে
নিরন্তর যাতনা এক সহিতে না পারি
সখী তব প্রেমানলে জ্বলি ধুকি ধুকি।।


পথ্য করিনু শুরু
কামরু কামাখ্যায় গুরু
ঘুরিনু হিমালয়
গয়া, কাশী ছাড়ি নাই
ইডেন, মরক্কো ঘুরে
ফের সেই প্রেমানলে।।
পিরিতি ব্যধীতে ঝুলি
লাজ, লজ্জা গেছু ভুলি
লোকে দেখিয়া মোরে হি হি করে হাসে
তবু এ মন চাহে ঘুরি পিছে পিছে।।


বক্ষে জমানো কথা
ক্ষণে ক্ষণে বাড়ে ব্যথা
জমিয়া জমিয়া হায় ভাঙ্গিয়াছে বাধ
এ মরণ যাতনায় আমি কুপোকাত।
এ মরণ যাতনা আর সহিতে না পারি
কিছুই লাগেনা ভাল
না গাড়ি না বাড়ি।
দুঃখ যতই আছে আসুক এ হৃদয়ে
সখী সদা সুখে থাক
দুনিয়া ও আখেরে।