রাত নামলেই শুয়েপরি গোপনে
ভাবি তুমি আসবে আজ স্বপনে।
ঘুমআসে না দুচোখে
তবু শুয়ে থাকি ঘাবটি মেরে
এই বুঝি তুমি এলে।
ঘুম আসে না
মাঝে মাঝে তন্দ্রা আসে
তোমাকে স্বপ্নে দেখি না।
লাখো শত ভয়ার্ত স্বপ্ন, ভয়াল রাতে
হানা দেয় দানবের বেশে
খুবলে খায় চিল, শকুন আমার শরীর
সাপ তারা করে ধুধু প্রান্তরে
আতকে উঠি মাঝ রাতে।
তবু আবার শুয়ে পড়ি, এই আসায়
এই বুঝি তোমার কোমল ঠোটের ছোঁয়ায়
তোমার হাতের নরম স্পর্শে
জীবন আমার ধন্য হয়।
তুমি ছলনাময়ী তবু এলে না
স্বপনেও দিলেনা দেখা মোরে, মাঝ রাতে
ভালবেসে ছুলেনা অধর।
জানুয়ারি, ফেব্রুয়ারি, শ্রাবণ, ভাদ্র শেষ হল
বড় রাত ছোট হল, ছোট রাত বড় হল
রোদ শেষে বর্ষা এল, টিপটিপ,ঝুমঝুম বৃষ্টি
আবার শীত বুড়ির কাঁথায় মোড়ানো ক্লাত্ন আমি
তোমারি প্রতীক্ষায় রাত জাগি,
রাত আনি, তুমি আস না
স্বপনেও দেওনা দেখা মোরে মাঝ রাতে।