আজ আমার মন ভালো নেই
বৃষ্টির দিনে জীবনের পাতায় পাতায়
বৃষ্টির ফোটায় স্পষ্ট হচ্ছে হিসেব - নিকেষ
কত জনের কত উপহার,শত জনের শত দেনায়
ফুটেছে জীবনের ফুল সুপ্ত কলি হতে।
সাদা- কালো ফ্রেমের ছবিতে
নানাজন ছোয়ালো নানা রং।
কিন্তু অতৃপ্ত আত্মারা মুখ পানে চায় ফ্যালফ্যাল করে
ফুল কবে ছড়াবে সৌরভ!


আজ আমার মন ভালো নেই
বৃষ্টিরর ফোটায় ফোটায় স্পষ্ট হচ্ছে জীবনের ক্যানভাস
শত মানুষের ঢালা অমৃতে
সতেজ হয়েছে জীবন ফুল বৃক্ষ
অথচ আজ অতৃপ্ত আত্মারা মুখ পানে চায়
বৃথা হবে কি গাছের বেড়ে ওঠা!
অসত্যের গ্লানিতে ভেসে যাবে নাতো
জীবন ফুলের বৃক্ষ গড্ডালিকা প্রবাহে।
শত পিতারা মুখ পানে চায়
পূর্ণাঙ্গ প্রস্ফুটিত জীবনের ফুল
কবে ছড়াবে আগর সৌরভ
আলেয়ার আঁধার কেটে এসেছে নব জ্যোৎস্না
অতৃপ্ত আত্মারা একটুকরো ভালোবাসা খোজে
যা তারা দিয়েছিল কোন এক দিন
বর্ষার কোনন এক রাতে হৃদয় উজার করে


আজ আমার মন ভালো নেই
বৃষ্টির ফোটায় ফোটায় একাকী ঘরে
স্পষ্ট হয়েছে জীবনের ক্যানভাস
আর আমি হিসাব কষি
কত বড় লিস্ট জীবনের দেনা - পাওনার।