আমি খুব সেজেছিলাম সেদিন
কাজল দিয়েছিলাম চোখে
নুপুর পড়েছিলাম পায়ে
লাল টিপ দিয়েছিলাম কপালে
আর শরীরে জড়িয়েছিলাম
তোমার দেয়া লাল পাড়ের শাড়িটি


আমি সেদিন খুব সেজেছিলাম
পথের লোকগুলো আড়চোখে দেখছিলো আমায়
চুলের সঙ্গে লাগানো টিকলিটা
দোল খাচ্ছিলো বাতাসে
নুপুর দুটি রুম ঝুম শব্দে
বেজে উঠছিল আলতো স্পর্শে
আমায় দেখে আমিই বিস্মিত হয়েছি সেদিন।।
  


অতপর তোমার গরম নিঃশ্বাসে
আমি সর্বশান্ত
অনেক দিকে ঘুরে
অনেক ভাল সময় কাটিয়ে
আমি যখন ক্লান্ত
তখন তুমি আমায়..............
আমি বারবার না বলেছি
তুমি শুনলে না।।


আমার ভালোবাসার প্রতিদান
কাচা মাংশের গন্ধযুক্ত গরম নিঃশ্বাসে
সিদ্ধ করেছো আমায় জ্বলন্ত উনুনে
তোমারই হাতে তোমার নতুন আইফোনে
আমার বিবস্ত্র পুত্তলিকা।।


সমাজ বর্জিত আমি
চায়ের দোকানে
ক্লাসের ফাকে, ছেলেদের আড্ডায়
মেয়েদের খুনসুটিতে আমি ভাইরাল।।


ইমু, সিমা, জোৎস্না
তোরা কেমন আছিস
সেটা জিজ্ঞেস করার যোগ্যতাও
আজ আমি হারিয়ে ফেলেছি
হায় ভাগ্যের কী নির্মম খেলা।।


তোরা কী এখনও ঘুরতে যাস
ঢেপা নদীর তীরে, কান্তজির মন্দিরে
আর হ্যা একদিন রামসাগরে
চার বান্ধুবি খালি পায়ে হাটার সময়
যখন আমার অনেকখানি পা কেটে গেল
সেদিন খুব কেঁদেছিলি সিমা
মনে পড়ে আমি হেসেছিলাম
আজ আমার অন্তরে যে দীর্ঘ ক্ষত
তা দেখে কেউ কাঁদে না।।


তোদের সঙ্গে এখনও খুব ঘুরতে ইচ্ছে করে
ইচ্ছে করে তোদের কাঁধে মাথা রেখে
কেঁদে বুক ভাসাই
কিন্তু কাঁদি না
নির্মম এ পৃথিবীতে কে শোনে
অস্পৃশ্যের কান্না।।


ফেসবুক আইডিটা ডিআ্যাকটিভ করে রাখা
মাঝে মাঝে আ্যাকটিভ করলে দেখি
অনেক ম্যাসেজ
অনেকের অনেক আব্দার আমার কাছে।।
রাগে ফেটে পড়তে ইচ্ছে করে
দুর্গা, কালির রুপ নিতে ইচ্ছে করে
ইচ্ছে করে রক্তের বন্যা বইয়ে
পৃথিবীকে পবিত্র করি।।


দেখি ফেসবুকে আমার নামের অনেক আইডি
কর্ল গার্ল, সেক্স ওয়ারকার
আমার অনেক পরিচয়
আমি অবাক হই আমার বিশেষনে
আমার এত্ত এত্ত নাম।
  


তবু আমি আজ একা
তোমাদের এ সভ্য পৃথিবীতে
আমি অসভ্য মানবী।।