চপল ললাটের এ পীড়া ভোলাতে কেউ তোহ আসেনি আগে,
বিন্ধ্যাচলের বিন্ধ্যবসিনী ভোলালে সে দুঃখ অনন্ত অনুরাগে।
মহাকাশ জুড়ে আলোর খেলা নিখিল ভুবনে জাগে,
চন্দনরাগে জুড়ালো হিয়া আজি সাঁঝের অস্তরাগে।
মোর জীবনের জাগতিক সুখ তোমারই আঁচল তলে,
বিনা তুমি, আমি নির হারা তীর আকুল নয়ন জলে।
পারিজাত দিয়ে সাজাবো শয্যা তারার আলোয় ভরা,
বিহার মোদের আলোকরথে যেথায় নাইকো জরা।
সেথায় কলস্বরা মন্দাকিনী চঞ্চল তট ভাঙ্গে
হিমকন্যার মোহন রাগে প্রেমের রঙ্গে রাঙ্গে।
মহাকাশ জুড়ে আলোর খেলা নিখিল ভুবনে জাগে,
চন্দনরাগে জুড়ালো হিয়া আজি সাঁঝের অস্তরাগে।