ওপারেতে আছে সবি,এপাড়েতে নাই-
ইচ্ছে করে সবি ভুলে-ঐপাড়েতে যাই।
সর্ব পদে বেচা কেনা,এপাড়েতে হয়-
স্বর্গে কর্ম করে কেহ-কেহ অভিনয়।
অভিনয়ের মূল্য পাবে,ঐপাড়ে গেলে-
সত্য যিনি খোদা ভক্ত-স্বর্গ তারি মেলে।
নরকে কঠিন শাস্তি,স্বর্গে যাহা নাই-
বলবো খোদা-মোরা সবাই স্বর্গ চাই।


ওগো স্বর্গ ক্রয় মূল্য,নাহি মোর হাতে-
খোদা তুমি দিও-আমি চাহি দিনে রাতে।
ঐপাড়েতে গিয়ে যেন,স্বর্গ খুঁজে পাই-
হে খোদা দাওনা মোরে-স্বর্গ আমি চাই।
স্বর্গ ছাড়া এ ভবে,চাইনা আমি সুখ-
ঐপাড়েতে স্বর্গ পেলে-ধন্য হবে বুক।