রুপের বাহার গুল বাগিচায় ফুটেছে কত ফুল,
ভ্রমর দল সেই ফুলের গন্ধে আকুল।
জীবন ওদের রূপে ভরা
সবার কাছেই দিচ্ছে ধরা,
ওদের হাতে পেলে সবাই
খুশীতে হয় আত্মহারা।
নিজের জীবন নিঃসঙ্কোচে করে ওরা দান
হিংসা- বিদ্বেষ জানেনা; মহৎ ওদের প্রাণ!
নিজের দেহে আঘাত সয়ে অন্যকে দেয় সুখ
সবার খুশী দেখে ওরা ভোলে নিজের দুখ।
মহৎ ওরা পৃথিবীতে মহৎ ওদের প্রাণ
সকল সময় অবনীতে থাকবে ওদের মান।
শুধু ফুল কেন-
এ জগতে ত্যাগী ছিল;  এবং যারা আছে,
স্মরণীয় রইবে তারা এ ভুবন মাঝে!


রচনা কালঃ  ১৯৬৬ সাল।