আমি এক মেয়েকে চিনি, সে খুব সাধারণ
খুব সাধারণ কোনো ক্যানভাসের মতো।
কোথাও তাঁর বিষণ্ণতার ধুসর,
কোথাও তাঁর নীল রঙের ক্ষত।
আমি যে মেয়েটিকে চিনি,
সে তাঁর প্রতিটি হৃদস্পন্দনের বিনিময়ে
তার প্রেমিকের স্পর্শ ধরে রাখে।
আমি যে মেয়েটিকে চিনি,
তাঁর একলা থাকার অভ্যাস,
সে একলাই ফেলে দীর্ঘশ্বাস,
সে একলা বসে অপ্রেম ধাঁধার দুঃখ আঁ।