আপনি কবিতা পড়লে
পৃথিবীর সব শব্দ তরঙ্গ পরাজিত হয়
আপনার কন্ঠনালীর সৃজিত কম্পনের আঘাতে।


উপমাগুলো আপনার মুখে ব্যক্ত হলেই
ক্ষুব্ধ উপন্যাসের শব্দগুলো বিস্ফোরন ঘটায়
কাব্যচিত্তের নাগাসাকিতে।


আপনি যখন কবিতা পড়েন
উচ্চারনে লিপ্ত আপনার অধর যুগলের ভঙ্গিমা দেখে
অস্থির হয়ে উঠে আমার মস্তিষ্কের
হাইপোথ্যালামাস লোব।


আপনার তর্জনীর স্পর্শে
অনুভুতিহীন কিছু বর্ণমালা পেয়ে যায়
নৈসর্গিক কাব্যে স্বর্গীয় রুপ।


আপনি যখন কবিতা পড়েন
ফুসফুসের সংকোচনে নিঃসৃত বাতাসের গন্ধে
উন্মাদ হয়ে উঠে ভূমণ্ডলের বিষাদগ্রস্ত নভস্বান।


আপনি কবিতা পড়লেই
সিরিয়ান শিশুর পাকস্থলীর মত আমার শূন্য হৃদয়ে
হয় প্রণয় ক্ষুদার অবসান।