কিছু মানুষের কান্নায় এতো বেশি দুঃখ মিশ্রিত থাকে
যে তাদের প্রতিটি অশ্রুকণার সাথে অভিশাপ নিঃসৃত হয়
তারা কাঁদলে বিগলিত বিষাদ তাদের চোখ দিয়ে গড়িয়ে পরে,
অতঃপর হৃদমাংসের টিলায় উদয় হয়
দুঃখ মিশ্রিত কালো রক্তের স্ফুলিঙ্গ
সেই রক্ত বয়ে যায় তাদের প্রতিটি শিরা উপশিরায়
তারা কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে পরে
অক্ষিকোটরে পানির সরবরাহ বন্ধ হয়ে যায়
ঠিক তখনি তাদের মৃত্যু ঘটে,
তারা দুঃখ নিয়েই মারা যায়
আবার তাদের জন্ম হয় দুঃখের শেষভাগে, অশ্রুসিক্ত চোখে
তখন হৃদপিন্ডরটার জায়গায় শুধু পাথর থাকে বুকে।