আমি প্রেম দেখেছি
সৃষ্টিজগতে বিশ্বাসে স্রষ্টায়।


আমি প্রেম দেখেছি মাতৃ গর্ভে,
এ দুঃখ দুষিত পৃথিবীর বুকে
এক অদৃশ্য প্রকোষ্ঠ মাতৃ কোল
আমি প্রেম দেখেছি সেথায়।


আমি প্রেম দেখেছি বাবার মনে,
তার বলতে না পারায়।


আমি প্রেম দেখেছি
পিতৃহারা ফিলিস্তিনি শিশুর মুখ দেখে
কেঁদে উঠা বিবেক,
আর বিদ্রোহী ভাবনায়।


আমি প্রেম দেখেছি
সেই প্রেমিকার সঙ্গে,
যাকে ভালোবাসলে
পৃথিবীর সবকিছুকে ভালোবাসা যায়।


আমি প্রেম খুজেছি
ভালোবাসা দিবসের ভালোবাসা
কোনো এক ডাস্টবিনে ফেলে দেয়ায়।


আমি প্রেম খুজেছি
লাল গোলাপ ছুড়ে ফেলার বদলে
এসিড ছুড়ে মারায়।


আমি প্রেম খুজেছি
নারীদেহের অ্যানাটমিতে ব্যস্ত কবিদের
ভালোবাসার সংজ্ঞায়।


আমি প্রেম খুজেছি মহাজগতে,
ঘুরেছি কসমিক সীমায়
আর ফিরেছি হতাশায়।


আমি প্রেম দেখেছি নিজের মাঝে
নিজ স্বত্তাকে ভালোবাসায়।