আমি যুদ্ধে যাব যুদ্ধে,
সত্যটা উঠবে জেগে,
মিথ্যা কাপিবে স্তব্ধে।
আমি যুদ্ধে যাব যুদ্ধে,
শালীনতাটা থাকবে বজায়,
বর্বরতা দূর হবে ক্রুদ্ধে।
আমি যুদ্ধে যাব যুদ্ধে,
দুর্বলের ত্রাস যদি পায় হ্রাস,
চলে যাব সে পথে ক্ষুব্ধে।
আমি যুদ্ধে যাব যুদ্ধে,
অবলার ধন ফিরে পাবে অবলা,
লুটতরাজের বক্ষ করিব বিদ্ধে।
আমি যুদ্ধে যাব যুদ্ধে,
যদি লোপ পায় মানব ব্যাধি,
হাসে যদি ধরনী সাচ্ছন্দ্যে।
আমি যুদ্ধে যাব যুদ্ধে,
করিব কল্যাণ মানবের তরে,
যেটুকু আছে মোর সাধ্যে।
আমি যুদ্ধে যাব যুদ্ধে,
বিজয়ের গান মুখরিত হবে,
ধরণী জানান দিবে মুগ্ধে।
আমি যুদ্ধে যাব যুদ্ধে,
আমি যুদ্ধে যাব সেই মহাযুদ্ধে।