আজ রজনী-চাঁদ উঠেনি
নীলিমার বুকে,
ফুল ফুটেনি-তারা জ্বলেনি
কেঁদে মরি দুঃখে।
প্রিয়া আসেনি-কথা বলেনি
স্বপ্নপরী সাজে,
কেন আসেনি-মোর সজনী
হৃদয়ের মাঝে!
.
এদুটি আঁখি-খুলিয়া রাখি
তন্দ্রা নাহি পায়,
প্রিয়াকে ডাকি-এসগো পাখি!
ঐ দূর নীলিমায়।
মৃদু বাতাসে-দূর আকাশে
মেঘেরা ভেসে যায়,
প্রিয়া'যে হাসে-ছবিটা ভাসে
হঠাৎ সে নীলিমায়!
.
কেনগো পরী-আসতে দেরি
আজ এই নীলিমায়?
কেমন করি-তোমায় ছাড়ি
থাকি এই বসুধায়?
কষ্ট পাহাড়-হলো আমার
তুমিহীনা ঝরে ক্রন্দন,
তুমি আমার-আমি তোমার
দুটি হৃদয়ের বন্দন!
.
ভাসি হিল্লোলে-পুড়ি অনলে
নেই বলে প্রিয়া,
আমাকে ফেলে-ঐ দূরে গেলে
সদা কাঁদে এই হিয়া।
মনে ঝাঁকুনি-দেয় তখনি
বিজলি চমকায়,
প্রিয়া এমনি-মিশে তখনি
দূর সে নীলিমায়।
====¤====