আঁধারে ছেঁয়েছিল নীলিমার বুক
উঠেনি সেদিন চাঁদ,
দুর্যোগ ঘনঘটা বসুধার বুকে
করেছিল যেদিন আঘাত,
সয়েছি আমি কত যে ব্যাথা
হৃদয়ে জমেছিল বিষাদ,
তবুও জয়ের লক্ষে এগিয়ে চলেছি
রাখিব না সেই সে কালোরাত।
কষ্টের কারাগারে বন্দী ছিলাম
কেউ করেনি আজাদ,
দুঃখের বিবরে পড়িতে ছিলাম
কেউতো ধরেনি হাত,
দাবাদাহ অনলে পুড়িতে ছিলাম
ভাবিলাম এখানেই কী জীবনের বরবাদ?
তবুও জয়ের লক্ষে এগিয়ে চলেছি
রাখিব না সেই সে কালোরাত।
কষ্টের আঘাতে জর্জরিত ছিলাম
কত যে এসেছে ফ্যাসাদ,
প্রবল কষ্টটা বুকে চেপে বলেছিলাম
দুঃখকে করবই উৎখাত,
দুঃখ দেখে জরাজীর্ণ যারা
তারা বলেছিলো আমায় উন্মাদ,
তবুও জয়ের লক্ষে এগিয়ে চলেছি
রাখিব না সেই সে কালোরাত।
আজ্‌ও সকলের দুঃখে কেঁদে চলেছি
করছি বিকট আর্তনাদ,
দুর্দশার রাত দূর করিব
দেখাবো সোনালি প্রভাত,
তবুও সে পথে হেঁটে চলিব
জীবন হলে হোক বরবাদ,
দীপ্তি জ্বালাবো বসুধার বুকে
রাখিব না সেই সে কালোরাত।