প্রস্ফুটিত পুষ্পের সুবাস ছড়িয়ে দাও
আমাদের এই সুরম্য আসরে,
বিলিয়ে দাও ভালবাসার অমৃত স্বাদ
দেখিয়ে ভাবগর্ভ বাক্যের আকরে।
ভাবনায় ঘটাও মস্তিষ্কের মহা পরিবর্তন
জ্ঞানের আলোতে হও আলোকিত,
নিখিল এ ধরণী অবাক করে দাও
রূদ্ধ মস্তিষ্কের জ্ঞানকে কর অবারিত।
মর্মস্পশ করাও পাঠকের মাঝে
যথার্থ বিদ্যার কালিমা দিয়ে,
জাগিয়ে দাও যত মনুষ্য জাতি
লিখে যাও বীরের হুঙ্কার নিয়ে।
এই আসরের সিন্দুতে উঠাও শব্দের হিল্লোল
সৃষ্টি কর কাব্যের মহাপ্লাবন,
দেখাও আশার আলো মিটাও আঁধার
তোমার লেখনীতে আন মনুষ্য শোধন।
অগণিত পাঠক আজ তোমার প্রতীক্ষায়
তুমি লিখবে বলে হে কবি,
যে লেখায় মনুষ্য চিত্তে উঠবে জেগে
প্রভাতের সেই ঝলসানো রবি।
======<>======