শিক্ষা দেখায় সত্যের পথ
শিক্ষায় আনে পুণ্য,
কুশিক্ষায় করলে অধম
কেন বিবেকটাকে শূণ্য?
ক্লাসের সেরা ছাত্রটা ছিলে তুমি
সব কিছুতে পরিপাটি ভদ্র,
আদর্শবাণ বলে পরিচিত ছিলে
তবে হাতে কেন আজ অস্র?
সকলের স্বপ্ন ছিল তোমায় নিয়ে
শিক্ষার আলোতে দূর করবে আঁধার,
তোমায় নিয়ে শত স্বপ্ন বুণে
তবে দুঃখ কেন জনতার?
পিতামাতার কাছে ছিলে আদরের সন্তান
নিষ্ঠাবাণ গুরু দিয়েছিল শিক্ষা,
মানুষের মত মানুষ হবে
কোথায় তোমার সেই দীক্ষা?
শিক্ষা-দীক্ষায় বড় হবে বলে
ক্ষীয়মাণ পিতার রক্তঝরা ঘাম,
বর্বরতার পথ বেছে নিয়ে তুমি
কেন দিলে না তার এক ফোঁটা দাম?
বলেছিলে রাখিবে না কলহ বিবাদ
দূর করবে মানুষের ত্রাস,
উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে
কেন অস্র হাতে সন্ত্রাস?
রাজপথে মারলে ককটেল বোমা
খেতাবটা সন্ত্রাসী তুল্য,
শিক্ষিত হয়ে যদি এ কাজ কর
বল কি আছে শিক্ষার মুল্য?
লুটপাট ছিনতাই রাহাজানি গুম
করলে সীমাহীন মহাপাপ,
তোমার আঘাতে জর্জরিত মানুষ
কেন হলে বিষধর কালসাপ?
মদ গাজা হেরোইন ব্যবসাটা ভাল
হলে নেশার ঘোরে উন্মাদ,
অশালীন পথে বিভোর হয়ে
কেন জীবন করলে বরবাদ?
জ্ঞানী-গুণিরা লজ্জায় মুখ ডাকে
দেখে শিক্ষিত মূর্খের হাঙ্গামা,
কুপ্রবৃত্তিকে করে নিত্যসঙ্গী
কেন শিক্ষায় লাগালে কলঙ্কের কালিমা?
======<>======