সে নিশীথ ছিল নির্মম কালো
চারদিকে নীরব হাহাকার,
শুনেছি ঝরে পড়া পল্লবের ধ্বনি
দেখেছি পৃথিবীর অন্ধকার।
বাতায়নে বসে রাত্রি কাটায়ে
দেখিনি গগনে শশী,
হৃদয়ে জমিলো চাপাকান্না
আসে নাই প্রেয়সী।
বলেছিল আসিবে সে
সোনালি সকাল বেলা,
পৃথিবীর বুকে ঘনকালো ছায়া
নীলিমায় রবি লুকিয়েছে মেঘেলা।
চিরতরে সে নিশীথ দিয়েছে আমায়
নির্মম কালো ছায়া,
আজ অন্ধকারে বেঁচে আছি আমি
আমার অন্ধকারেই মায়া।