দুই দিনের এক ভিসা নিয়া
আসিলা এই ভবেতে,
দম ফুরাইলে যাইতে হবে
অন্ধকার এক বাড়িতে।
ইঞ্জিন ছাড়া আসবে গাড়ি
যাত্রী হইবি একা,
সেই বাড়িতে যাইবে নিয়ে
কেউ দিবে না দেখা।
পোঁকা মাকড় দেহটাকে
খাইবে খুঁটে খুঁটে,
রেখে যাওয়া অর্থ সম্পদ
কেউবা নিবে লুটে।
ভবের লীলা সাঙ্গ হইলে
স্বজন হইবে পর,
কেন অধম রং তামাশায়
ঘুরলি জীবনভর?
পাপের শাস্তি হইবে শুরু
নিদারুন সেই যন্ত্রণা,
সময় থাকতে চলরে মেনে
দয়াল বিধির মন্ত্রণা।