পরিবেশটা পাল্টে গেছে
ছন্দগুলো আসছে না,
হৃদয় মাঝে কাব্য লেখার
স্বপ্নগুলো ভাসছে না।
কাব্যের খাতা নষ্ট করি
কলম যেন চলছে না,
দিশেহারা শব্দ সাজাই
কিছুই যেন বলছে না।
ব্যস্ততার জীবন ভেলা
একটু সময় দিচ্ছে না,
কাব্যগুলো পড়তে কেহ
একটু সময় নিচ্ছে না।
শত বাধায় যাচ্ছে সময়
কাব্য লিখতে পারছি না,
তবুও বলি শোনরে বাধা!
তোদের কাছে হারছি না।