পথের পথিক পথে পথে ঘুরি
আবাস মোদের নাই,
যেখানে যাই যেটুকু পাই
পঁচা বাসী খাই।
কখন থেকে কোথায় আছি
কিছুই তো নেই জানা,
যেখানে সেখানে কাটে দিন রাত
সবাই তুচ্ছ বলে করে লাঞ্ছনা ।
মোরাও তো ছিলাম মানুষ
মোদের কি ছিল না আশা?
মোদের প্রতি কি ছিল না কারো
প্রীতি প্রেম ভালবাসা।
আর কতকাল কাটাবো এভাবে
চলবে জীবন ভেলা,
মোদের সুখে কি হাসিবে না ধরা
এ কেমন বিধির খেলা।
দয়াময় বিধি দয়া করো মোদের
হাসাতে চাই ধরা,
তোমার দয়ায় আলোকিত হ'ই
পথের পথিক মোরা।