একাত্তরের যুদ্ধ শেষে
খাঁন সেনারা দমন,
তখন থেকে দেশে কিছু
গরু ছাগল গমন।
দেশের ভিতর আমরা যেন
সবুজ শ্যামল ঘাস,
গরু ছাগল খেয়ে যাচ্ছে
দিয়ে যাচ্ছে বাঁশ।
শ্যামল দেশে চলবে না আর
স্বৈরাচারের স্বেচ্ছাচারী শাসন,
শ্যামল বঙ্গের সন্তান খেপলে
ছাড়তে হবে আসন।
স্বৈরাচারের পতন ঘটুক
মোদের সোনার বঙ্গে,
হাসবে মোদের শ্যামল বঙ্গ
জাগবে নতুন রঙ্গে।
এই স্লোগানে মুখরিত হোক
বঙ্গ মাতার প্রাণ,
সোনার দেশে জেগে উঠুক
সবুজ শ্যামল ধান।