সুবাস ভরা শিউলি-বেলি নিঝুম সুরে কয়-
সুবাস যদি হারাই আমি
ছুঁইবে না কেউ আমার অঙ্গে
সেই তো ভয় হয়।


নায়ের মাঝি নদীর কুলে বৈঠা হাতে কয়-
বৈঠা যেদিন ফসকে যাবে-
ডাকবে না কেউ মাঝি কয়ে
সেই তো ভয় হয়।


আমার আমি-র মন মাঝারে একটি সুরের লয়-
স্বজন বন্ধু চারিপাশে-
সরবে দূরে না পাইলে স্বার্থে
সেই তো ভয় হয়।  


০৬-০৯-২০১৮
রাতঃ ৯:৫৫ মিনিট