মায়ার জালে বেধে রেখেছ মাগো,
এ বাধন ছেড়ার মতো নাকো।
সর্বদা হয়ে আছো আমার ছায়া,
কোথাও খুজে পাইনা এমন মায়া ।



তোমার ছোয়ায় মাগো তৃপ্তি মেলে,
তোমার দুঃখে ভাসি অশ্রু জলে ।
অভিমান, খুনশুটি তোমায় ঘিড়ে,
বড্ড কঠিন থাকা তোমায় ছেড়ে ।



তোমার হাত ধরেই হাটতে শেখা,
কষ্ট পেলেই মুখে মলিন রেখা ।
বুঝতে শিখেছি আমি যখন হতে,
তোমার উপদেশ মাগো রেখেছি সাথে ।



মিথ্যাকে রুখতে করিনা দ্বিধা,
যেভাবেই থাকি বলি সত্য সদা ।
আমার জয়েই মাগো হও তুমি জয়ী,
শ্রেষ্ঠ মা তুমি বড় মমতাময়ী ।