ওহে নশ্বর দেহ,
তোমার প্রতি মানুষের যত মোহ।
নফসে আম্মারা খারাপ দিকে টানে,
নফসে  লাওয়ামা অনুশোচনা আনে।


প্রশান্ত আত্মা প্রশান্ত আবহাওয়ার মত,
নফসে মুতমাইন  আশীর্বাদের উঠোন, কৃতজ্ঞতা যত।
প্রকৃতির  দুর্বোধ্যরহস্য খুঁজে,সকল আয়োজন
পবিত্র আত্মা খুঁজে পবিত্র বন্ধু,নিজ প্রয়োজন।


নফসে আম্মারা পাপের আগুনে  মোড়ানো,
, মনে হয় শ্যাওলা ধরা পাথরে জড়ানো।
ওহে নশ্বর দেহ, আত্মা আছে বলেই এত অমূল্য,
দেহ ছাড়া  আত্মা  পাহাড়ি ঝর্নার শব্দের তুল্য।


যখন ঘুমিয়ে পড়ে তখন বিচ্ছিন্ন হয়ে যায়,
আবার ফিরে আসে  রুহ, চেতনা ফিরে পায়।
ভালো অনুভূতি সমূহ নেক আত্মার লক্ষণ,
বিষন্নতাতেও, গভীর আনন্দে ডুবে থাকে সারাক্ষণ।


রাতের তারকারাজি, চন্দ্র  ও তার বন্ধু,
আলোকিত সূর্য পর্বত ও তার গুলুম  এমনকি  সিন্ধু।
সবকিছুতেই নেক আত্মারা খুঁজে পায় পবিত্র অনুভূতি,
নামে জাহের নয়, লোক দেখানো কাজে  ঘৃণার আসক্তি।