শিমুল ফুলের মতো থোকা থোকা মৃত্যু ফুটে আছে থরে থরে।
একটি মৃত্যুর পিঠে আরেকটি মৃত্যু ঢোলে পরে।
শব্দের ভিতর থেকে গোংরায় শব্দ,সৃষ্টি হয় নতুন কবিতার।
হায়,,,!মৃত্যুর উৎসবমুখর দেশ আমার,,এ পৃথিবীর পর,,।


ছেঁড়া ছেঁড়া মেঘ গুলো গিলে খায়,, ছদ্মবেশী প্রখর রোদ।।
বাঁশের গিরার মতো ঊর্ধ্বমুখী মৃত্যু,, প্রকৃতির প্রতিশোধ,,,!
মানুষের দীর্ঘশ্বাসে বেলা অবেলা কাটে,বিষাদের সংসার,,।
হায় ৭১, ৫০ বছরপর একই দ্বীপপুঞ্জ,ক্লান্ত এ জীবনের ভার।


শৈশব ছিল মধুর,কৈশর কেটেছে কতো রাত্রি জেগে অহরহ
যৌবন কেটেছে স্বৈরাচার তাড়াতে, বুড়ো শ্যাওলার সমারোহ,,
এখন গোধুলি বেলায় অমাবস্যায় মৃত্যু ডুবে ডুবে ডাকে।
অন্ধকার, অনাবৃষ্টি, বিষাদের শব্দ,মানচিত্রের সব বাঁকে বাঁকে


আকণ্ঠ শুষ্কতায়,নির্দয়,দাবদাহে কোটি কন্ঠে ইস্তেগফার,,।
আজ রুক্ষ মৃত্তিকার নিচে, শোকে ম্রিয়মাণ প্রতিটি পরিবার,,।
চেক পোস্ট,লকডাউন,মনে হয় ছিরে ফেলি দেহের শেকল,,
এই দুঃসময়ে গৃহে, সংসারে দ্বিখণ্ডিত করো না বায়ুমণ্ডল,,!!