শ্রমিক সেতো আল্লাহর বন্ধু, করুণার কাঙ্গাল নহে,
রৌদ্র পুড়ে বৃষ্টিতে ভিজে নিদারুণ কষ্ট সহে।
রক্ত নিংড়ায়ে ফোটা ফোটা ঘাম, ধূসর মাটিতে বহে
মাটি ফুরে যারা ফসল ফলায়, শ্রমিক তারে কহে ।


গরীব যাহারা পাঁচশত বছর আগে বেহেস্ত পাবে বলেছেন নবী
বেলাল, যায়েদ, খাব্বাব ছিল শ্রমিক কল্যাণের রবি।
এমন কোন নবী ছিলনা যারা ছিলনা রাখাল
শ্রমিক সেতো আল্লাহর বন্ধু নহে করুনার  কাঙ্গাল।


শ্রমিকের ঘাম শুকাবার আগে মজুরী পরিশোধ কর,
মালিক শ্রমিক ভাই ভাই তাই একে অপরের হাত ধর।
বিপদে আপদে বন্ধু মোরা উৎপাদনে ভাগী,
মালিক বাঁচলে  শ্রমিক বাঁচবে এই শ্লোগানে জাগি ।


কত ইমারত পাতাল পুরী গড়েছে শ্রমিক অগনণ,
শ্রমিকের ছোয়া পড়েনি এমন রেল থেকে নভোযান।
সব শিল্পেই লেগেছে তাকে তাই করিনা অবহেলা
মেহনতি মানুষের জোটে যেন অন্ন দু-মুঠো দু-বেলা ।