ঝরা পাতা থেকেও গাছ হয়,
মরা ঘাস ও যত্ন নিলে সবুজ৷ হয়।
অন্ধকারেই  প্রশান্ত ঘুম হয়,
ঘুমের মধ্য দিয়েই নতুন ভোর হয়।


কেউ কেউ সেই প্রশান্ত ঘুম থেকে আর উঠে না,
চলে যায় নিরবে অভিমান আর ভাঙ্গে না।
এ পৃথিবীর শিশিরের স্বাদ নিতে, অর্থ লাগে না,
সুন্দর কিছু কথা বলতে খুব যোগ্যতা লাগেনা।


জীবনটা সিগাল পাখি নয় যে পিছনে তাকাবে না,
তোমাকে অতীতে ফিরতে কে করেছে মানা?
কিছু সময়  চোখ বুজে স্রেফ একা ভাবতে হয়,
অনেক সময় ঝরা পাতার উপর দিয়েও হাঁটতে হয়।

একদিন সবুজ পাতারও,  হলুদ হতে হয়
কাঁচা চুল ও বিবর্তনে সাদা হয়ে যায়।
যা যাবার বা আসার স্রষ্টার ইচ্ছাতেই হয়,
তবুও আমরা ভাবিনি মৃত্যু, করেছি সময়ের ক্ষয়।


হাজার বছর পর, এ সব কবিতার পাণ্ডুলিপি ও  ধূসর  হবে,
হয়তো তখন নতুন প্রতিভা নতুন দিনে পরিচিত হবে,
কুৎসিত  অহংকার, হিংসার  প্রতিযোগিতা বল কি লাভ হবে?
মানুষের দেহই যদি মাটি হয়ে যায় কি হবে তবে।