কাশফিয়া তোমার জন্মদিনে ফুলেল শুভেচ্ছা অগনন,
প্রজাপতিরা উড়ছে উঠোনে,হাসছে বাগানের সবগুলো রঙ্গন।
তোমার জন্মস্থান,পূণ্যভূমি কবিতার শহর চট্টগ্রাম,
সমুদ্র ও পাহাড় বেষ্টিত,অপূর্ব সুন্দর মনোরম।


মেমন হসপিটালে ঠিক ভরদুপুর তখন,
শুনতে পেলাম, আলো বাতাসের স্পর্শে,ছোট্ট হৃদস্পন্দন।
মা দিবসে,প্রথম বাবা হওয়ার আনন্দ,
যেন রাজহংসের পেখম উড়িয়ে সাঁতার কাটার মহানন্দ,


যাযাবর মেঘের ডানার মতোই তুমি আশায় পূর্ণ,
অথবা ঝুম বৃষ্টিতে ভিজে খুশিতে ভাসছে যেন সবুজ অরণ্য।
প্রতিটি বাবার কাছে কন্যা সন্তান হলো,কল্যাণীর ঘর,
কুয়াশা কেটে শিশির ভেজা সকাল আসে,যেন আশার শহর।


আজ ঈদের চাঁদ উঠেছে মনে হয় আকাশে জ্বলছে জোনাকি,
ঘুলি ঘুলি অন্ধকার কেটে,বাতাসে নাচে স্নেহের পানকৌড়ি।
আমাদের চোখে তুমি আউশের ধান,আশার টুনটুনি চিরদিন
তোমাকে অভিনন্দন, শুভ হোক তোমার জন্মদিন