কেউ মনে রাখেনি,  কেউ মনে রাখে না,
বন্ধুবান্ধব আত্মীয়-স্বজন এমনকি  প্রিয়জনা।
কে খোঁজ রেখেছে কবে?
জঞ্জালের  সংসারে কে বিপদের বন্ধু হবে?


যাকে আপন ভেবেছো সেই রাখেনি খোঁজ,
যাকে দূরে ঠেলে দিতে সেই এসেছে রোজ।
এখানে অবস্থানকে মূল্যায়ন করে সবাই,
কেউ কাউকে ভালোবাসে না,ভালোবাসে চাওয়া পাওয়াই।


এখানে স্বার্থের টানে ভুল বুঝে, দুঃসময় আরো,
একসময়ে সত্যটা বুঝে, হয়তো চোখ খুলিবে তারো।
বড় নির্মম পৃথিবীর অলিগলি, যখন অর্থশূন্য হয় ঝুলি,
ঘন আঁধারে মেঘের গর্জনেও আহা আশার স্বপ্নে দুলি।


বিশ্বাসী মানুষ ভেবেছো যাকে, ভেবেছ যাকে অরবিন্দ,
সেই হয়েছে অমানুষ আহা! কোথায় নিবেদিত গোবিন্দ।
সময়ের আবর্তনে সময়ই বলে দিবে পুরানো  অনিয়ম,
সব পাপই শাস্তি হয়ে  ফিরে ফিরে আসে  অলঙ্ঘনীয়  নিয়ম।


কেউ মনে রাখিনি, কেউ মনে রাখে না
তবু কম ছিল কোথায়, একটু সহানুভূতি একটু অনুপ্রেরণা।
বিপদের দিনে পাশে দাঁড়িয়ে ছিল,তাদের দ্রুত ভুলে যাই,
অকৃতজ্ঞের মতো বেমালুম ভুলি, কখনো কি দুর্দিন আসে নাই