অনেক আশায় দুঃখের নদী পার হলো যে পাখি
এসে দেখে সুখের নদী শুকিয়ে গেছে জীবনটাই ফাঁকি।
নদী মানে নৌকাডুবি,শোকের মাতম বহু মৃত্যুর গল্প গান,
ধ্বংসপ্রাপ্ত নগরীর বিলুপ্ত কাহিনী, মরা চিটা পরাঙ্গী ধান


নদী মানে মধ্যরাতের বিলাপ,পরাজিত পাতার রোদন
সহিংসতার অগ্নি,পরাশক্তির পূর্ণ গ্রাস সূর্যগ্রহণ।
নদী মানে দু'পাড় ভাঙ্গা ফসলি জমি যন্ত্রণার ক্রীতদাসী
পৃথিবীর সব নদী আমাদের, অভিন্ন দৃশ্য ভালোবাসি।


নদী মানে সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের নগ্নকারুকাজ,
বহু অরন্যের বেদনা,মানবতার কান্নার মিহিন আওয়াজ
নদী মানে, ভালোবাসার তালপট্টি, দুবলার চর আশার শহর
,সুফলা পল্লীর গন্ধে বেড়ে ওঠা তিস্তা,আমার কবিতার নহর!


নদী মানে কেবলই ক্ষয় নয়,আশার নবজাগরণ,
বৃষ্টির রিমঝিম শব্দের ঘ্রাণে ফোটায়,গোলাপ রঙ্গন
নদী মানে ইলিশের ঘ্রাণ,পদ্মা-মেঘনা-যমুনা,সুরমা বড়াল।
কোথায় স্বপ্নের কলস,শোক আওড়ানো ডাহুকের দীর্ঘ উড়াল


নদী মানে স্মৃতি,বকের ডানার শব্দ,তারকা খচিত মুগ্ধ রাত
পৃথিবী জানে সবগুলো নদীর বাঁধ দিয়েছে পড়শী ডাকাত
যতদূর যাওয়া যায় যাব, ভূগোল চিরে দেখাবো আদালতে।
ভয় নেই,বড় হয়েছি রক্ত নদীর তীরে,অবহেলা পেতে পেতে।