কতটুকু ভালোবাসা থাকলে,হাদিসের পুস্তিকা মৃত্যু শয্যায় পকেটে  পাওয়া যায়.....
তোমাকে ভীষণ মনে পরে,কাউন্ট লিও নিকোলায়েভিচ তলস্তয়।
তুমি জমিদারি ত্যাগ করে চাষী হতে কেন গেলে?
আজও মনে হয় ডাকছে কৃষকের ছেলে মেয়ে,ক্লিয়ার গ্লেডসে তোমার তৈরি স্কুলে!


সোফিয়া বেহরস মারা গেলেও বেঁচে আছেন উপন্যাসে ওয়ার এন্ড পিসে....
ফিরে এলে মানবতার সেবায় আত্তিক উচ্চারনে ধর্ম বিশ্বাসে
তেরো সন্তানের জনক হয়েও সংগ্রাম ও শান্তির পান্ডুলিপি বানালে।
শতাব্দী ব্যাপী ভূমিদাস প্রথার বিলোপে তোমারও অবদান ছিল এককালে!


ভেতরে অঝোর ক্রন্দন ছিল আষাঢ়ের বৃষ্টির মত
শিরায় শিরায় ধর্মের অনুরাগী ছিল, অবলা কষ্টগুলো ঠাসা ছিল কত!
লুকিয়ে রেখেছ ধর্মবিশ্বাস,জানি না তুমি মুসলিম ছিলে কি না?
রেল স্টেশনে মৃত্যুশয্যায় শেষ কথা কি ছিল জানি না...


যদি পারি একদিন তোমার কবরের কাছে যাব,ইয়াসিয়ানা পালিয়ানা ....
কত কষ্ট বুকে নিয়ে সংসার ত্যাগী হয়েছিলে কেউ তা বুঝে না।
কোনো দিন দেখা হয়নি তবু যেন মনে হয় দেখা হয়েছে বার বার!
ঝিঝিরা বুঝে না তার ডাক কত সুন্দর, যদিও চারিদিকে থাকে রাতের অন্ধকার!