ওহ বসন্ত প্রতিটি মুহূর্তই তোমার ভিন্ন রূপ
আহা ভোরের  নির্মল বাতাস  কত না  অপরূপ।
কি সুন্দর আমাদের দোআঁশ মাটি!
এখানে ঝিনুকেরাও স্বপ্নদেখে  মুক্তার বাটি।


যদি আসো পাইনের বনে শুনবে পাখির কোলাহল,
অথবা  আম্র বাগানে গাছের ছায়ায় বাতাসের হিল্লোল।
বসন্ত এলে দুঃখ ঝরে যায় প্রশান্তির হাওয়ায়,
বসন্ত উপভোগ কর, সত্যই প্রকৃতির অদ্ভুত দাওয়ায়।


এখানে ভরা বসন্তে জমে বাঁশ পাতার স্তূপ,
কারা যেন প্রজ্বলিত  রোদে জ্বালায় আগুনে ধুপ।
এক সময় কৃষানির ঘরে ছিল  পাতার লাড়কি,
ভীষণ ভালো লাগতো খই ভাজা শব্দ মুরি মুরকি।


বসন্তে হেঁটেছ কি?সুপরীর মায়াবী  বাগানে,
ওই পাখিদের নাম জানিনা, ভোরেই চলে আসে ঘ্রাণে।
পাখিদেরও নেশা  হয়, টলটলা চোখে মাতা ধরে,
মানুষের মত তারাও ভরা বসন্তে সমুদ্র স্নান করে।


বসন্তের কুয়াশাও সুন্দর, না গরম না শীত,
প্রকৃতির সবুজ শরীরে পাখিরা গেয়ে চলে ভোরের সঙ্গীত।
তুমি ভোরে ঘুমিয়ে থাকলে পাবে না কুয়াশার ঘ্রাণ,
  উঠে দেখো, আসবে সজীবতা ফিরবে নন্দিত প্রাণ।