হে অভিনন্দিত দীর্ঘ প্রতীক্ষিত সকাল,
দেখো রাতভর শিশিরবিন্দু দুর্বাঘাস ভিজিয়েছে।
জানি তোমার চোখে এখনো তন্দ্রাচ্ছন্ন সুবহেসাদেক,
কুয়াশা ঢাকা গুহা হতে বের হয়ে,শিশিরে চোখ মুছে নাও।


যদি থাকতো আমার শৈশবের সজীবতা,
তাহলে তোমাকে অভিনন্দন জানাতে,
পুব আকাশের দিকে উম্মমুখ  হয়ে দাঁড়াতাম,
তখন নিদ্রাচ্ছন্ন জাতির মুখে তোমার জ্যোতি এসে পড়তো।


পৃথিবীর মানচিত্রে তুমি বহুবার অভিনন্দিত হয়েছো,
কিন্তু আমাদের অভিনন্দন ভিন্ন প্রকৃতির,
কারণ দীর্ঘ এক যুগ তোমার জন্য অপেক্ষা,
আর ক্ষুদ্র কুঠিরে তোমার জন্য নিপীড়িতদের গুনগুন ধ্বনি।


আমাদের আনন্দ, আশা, কাঁটা তারে বাধা গেলেও,
কাঙ্খিত,বহ প্রতীক্ষিত  অভিনন্দিত সকাল কিভাবে বাঁধবে?
যদিও মাথার চুল ধবল মেঘের মতো হয়ে আসছে,
তবুও আলোকিত সূর্যরশ্মি আমাদের উঠোনে আসবেই।