তুমি আসবে
হেমন্তের ধানের ছড়ায়,পৌষের নবান্ন উৎসবে
অথবা বসন্তে, পাখির কলরবে,
অনেকেই বলেছিল তুমি  আসবেনা,
জানি, রক্তে কেনা  পতাকার মায়া ছাড়তে পারবেনা।


  তুমি আসবে,
বসত  ভিটার  টানে তুমি আসবে।
পূর্ব পুরুষের জামার ঘ্রাণ নিতে,
অবহেলিত  জনতার অধিকার পেতে,
স্বপ্নহীন মানুষেরা বলেছিল, আসবে না,
জানি রাষ্ট্রভাষার শোকের ভূমি, তুমি ভুলতে পারবে না।


তুমি আসবে,
কবিতার উঠোনে হালের লাঙ্গলের স্বপ্ন বুনতে আসবে।
কর্ম বিমুখ মানুষদের আবার কাজে ফিরাবে,
লক্ষ্যহীন মানুষদের আশার জয়গান শোনাবে।
পরিকল্পনাহীন মানুষেরা বলেছিল তুমি আসবে না,
জানি নদীর ফর্সাচর তুমি ছাড়া আর হাসবে না।


  তুমি আসবে,
নষ্টদের দখলে থাকা মানচিত্র  উদ্ধারে আসবে।
বাক স্বাধীনতা ফিরাতে আবার গঞ্জে  আসবে,
নিরন্ন  ক্ষুধার্থ মানুষদের খাবার দিতে আসবে।
আশাহত মানুষরা বলেছিল তুমি আসবেনা,
জানি, মিছিলের সুউচ্চ যৌবন কখনো ভুলতে পারবেনা।


তুমি আসবে
বহু মহাদেশ ঘুরে  হলেও  আসবে।
পর্বত, পাহাড়,  মরুভূমি পার হলেও আসবে,
সমুদ্রের ঢেউ,  বাতাসের গতি পরিবর্তন করে হলেও আসবে,
ঘনীভূত জনতার ধূসর চোখে  দ্বীপ জ্বালাতে আসবে,
জানি ,শত বছরের পথ  হলেওএকদিন  তুমি সত্যিই আসবে।