আজকাল আর কবিতা আসে না,
না প্রেমের কবিতা,
না বিরহের।
এখন আর অযস্র ভাবনাও খুজে পাই না,
রাতের সেই অজানা শিহরন আর পাচ্ছি না,
কি যেন এক না পাওয়া আমি ক্লান্ত।
আজ আমি খবুই অবসান্ন।
এখন কলমটা হাতে বেশিক্ষণ রইছে না,
আমার লিখার গতিটাও অচমকা থেমে গেছে।
আমি কি হারিয়ে গেলাম,
না তো আমি তো হারাইনি,
তবে কি আমার সত্তা থেকে দূরে সরে যাচ্ছি,
এতো কিছুও তো আমি ভাবতে পারছি না।
তবে কি হচ্ছে চারদিকে, মানতেও পারছি না।