অনন্ত পারাপারে প্রেমময় প্রভু,
তব সুপ্ত বাসনায় ছিলে অন্তরীণ,
সহসা তোহে কামনা ডোরে,
মোহের মহী আঁচলে বাঁধি একদিন,
আপনার মেদে সুপ্ত প্রাণপ্রদে,
প্রণীয়া আদেশ জাগায়েছ সেই দিন,
উত্থান পতন চক্রের নিয়মে তব,
সূচিলে হেথা শোধিতে প্রেমের ঋণ।


লক্ষ-কোটি প্রতিদ্বন্ধী দাঁড়িয়ে রণাঙ্গনে,
অমিত খেলার নেশায়,
জীবন যুদ্ধের ভয়াল প্রান্তরে,
তুর্য্য নিনাদ বাজে শিরায় শিরায়,
বিজলীর বেগে বজ্রের গর্জনে,
যুঝি দুর্গম পথে প্রলয়ের সীমানায়,
জীবনের পথে মহী প্রাসাদে,
অনন্যা মহিষী কহিলা স্বাগত তোমায়।


আপনার আপনারে নিরয় নর্দমা ঘিরে,
দুঃসহ কষ্টের আলিঙ্গনে,
দুঃখের দহনে যেথা কেটে যায়,
অনন্ত প্রহর শুধু শান্তির সন্ধানে,
সময়ের মওকায় অবনীর মোহনায়,
আসে প্রতিদানের এই ময়দানে,
কখনও বাদী কখনও বিবাদী,
কখনও আবার হেরিনু বিচারাসনে।


বারবার কতবার দিয়েছ,
তোমার দন্ডে প্রেমময় কারাবাসন,
এমন বিচার করলে বিবাদী তোমার,
তবুও দয়াময় প্রভু তুমিই নিরঞ্জন।