শীততের প্রভাত
কবি মাহ্দী হাসান


শীতের এই প্রভাতে,
সূর্যি মামা করেছে কি আড়ি?
চারিদিকে কুয়াশায় ঢাকা,
প্রকৃতি যেন পরেছে সাদা শাড়ি।


তন্দ্রাবিজড়িত চেতনায়,
দূরে শুনা যায় পাখিদের কলতান,
খুবই মধুর লাগে,
প্রভাতে খেজুরের রস পান।
পায়েস রাঁধতে বসে বাংলার নারী,
তার ঘ্রাণে মন নেয় কাড়ি।


শীতের হিমেল হাওয়ায়,
শরীরে লাগে কাঁাপন।
কোথাও আগুন জ্বালিয়ে,
আগুন পোহায় লোকজন।
মাঠে - মাঠে পাকা ফসলের ক্ষেতের সারি,
ধীরে- ধীরে সোনালী রোদে আলোকিত হয় বাড়ি।