কত মাস ধরে খুঁজেছি তোমায়!!
কত মোনাজাতে তোমাকে পাওয়ার জন্য বসে,
রবের কাছে  করেছি প্রার্থনা।
রহমত মাগফিরাত নাজাত হয়ে এসে,
কত পাপ-তাপ পাপী-তাপী'কে করবে মার্জনা,
আত্মশুদ্ধি করে লাঘব করিবে তাদের যন্ত্রণা।


কত মাস ধরে খুঁজেছি তোমায় ,
তুমি রমজান, তুমি রমাদান,
তুমি মহান রবের দেয়া শ্রেষ্ঠ দান।
তুমি নফস নিয়ন্ত্রণের মূল যন্ত্র,
তুমি মুমিনের ঈমান কে কর জীবন্ত,
তুমি সিয়াম সাধনার মন্ত্র।


কত মাস ধরে খুঁজেছি তোমায়,
অবশেষে ধরা দিয়েছো আমায়!
ঈমানী পরীক্ষায় আমাকে করিতে যোগ্য,
শিশুর মত নিষ্পাপ করে পরিবর্তন করিবে ভাগ্য!


মহান রবের নির্দেশ করেছি মান্য,
তাইতো পরিহার করেছি সকল ধরনের অন্য,
ক্ষুদা নিয়ন্ত্রণ করে হয়েছি মোরা ধন্য।


তারাবি, সাহারি, ইফতার তোমার সৌন্দর্য,
মহান রবের সন্তুষ্টের জন্য ধারণ করেছি ধৈর্য,
পাপের দিকে দৃষ্টিপাত তওবা করে হয়েছি ন্যায্য।


রমাদান তুমি মুমিনের আবেগ মিশ্রিত ভালবাসা,
তোমার ভরসাই হৃদয়ে বাধে জাহান্নাম মুক্তির আশা।