রাস্তাঘাটে, কত্তো দেখি— পির!
নামের বাহার, দেখলে ধরে- শির।
দেখলে ছুরত, ভণ্ড নূরের- ভাব
‘লাহনে জ্বলী’, আল্লামা সে- সাব!
টাইটেলে তার, নাম হারিয়ে- যায়
এসব কিছুই, আমজনতা- খায়।
মাইকটা পেলে, গলায় চড়ে- সুর
উর্দু গানে, নামান তিনি— হুর।
মৌসুমী পির, এখন দেখি- রোজ!
গাল গল্পে, চলছে ডেকের- ভোজ।
এসব পিরের, নয়তো একার- দোষ
মুরিদ যারা— আশেক নন্দঘোষ।


২১ অক্টোবর, ২০১৭
বিশ্ব ব্যাংক আ/এ, চট্টগ্রাম।