আমরা এখন খুন হয়ে যাই
ভাবছে না কেউ দেশে,
সব খুনিরাই অবলীলায়
চলছে হেসে হেসে।


বুক পেতেছি বুলেট ডুকাও
পোক্ত করো গদি,
ভাবছে নেতা- ফাক দ্যা পিপল
বহাও রক্ত নদী।


ফায়দা লুটে আজ লুটেরা
আমরা গভীর ঘুমে,
স্বপ্ন নিয়েই বুটের তলা
যাচ্ছি কেবল চুমে!


রক্ষকেরা ভক্ষক হলো
ধূসর স্বপ্নগুলো—
রক্তে কেনা স্বাধীনতায়
ঝুলিয়ে দিলো মুলো।


আঁচল তলে রাঘববোয়াল
ধরছো চুনোপুঁটি,
সুযোগ এলেই এই জনতা
ধরবো চুলের ঝুঁটি।


যেমন খুশি নাচতে পারো
উঠোনটা আজ ফাঁকা,
রাত পোহালেই জাগবে না আর
শুনবে না কাক ডাকা।


স্বার্থবাজীর ফন্দিফিকির
আমরা ভালোই বুঝি,
আমজনতা নয়তো বোকা
আমরা সুযোগ খুঁজি।


আমরা ঘুমের ভান ধরেছি
কান রয়েছে খোলা,
প্রতিশোধের আগুন না হয়
রইলো এখন তোলা।