অযত্নে বড় হচ্ছে পাহাড়ের বুনোফুল। একটু ছোঁয়ায় তারা লজ্জাবতী গাছের মতোন নুয়ে পড়ে। মায়া পেলে অঙ্কুরোদগম হতে হতে ছড়িয়ে পড়ে সারা শরীরে। কালবোশেখি ঝড়ে তাদের চুল বেয়ে অশ্রু নামে সুডৌল পাহাড় গড়িয়ে সোজা চেঙ্গী নদীতে। এখানে বিন্নি চালের রঙিন স্বপ্নেরা হামাগুড়ি খায় তাদের পায়ের নিচে। তাদেরও দীর্ঘশ্বাস আছে। সুযোগ পেলে, তারা কার্বন-ডাই-অক্সাইড এর বিপরীতে ছড়িয়ে দিবে ফুলের সৌরভ।